কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২৪, ১৮:০২

সিলেটের কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল আহমদ (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের শফিক হাওরে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত বাবুল আহমদ দক্ষিণ কুয়রেরমাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। আহত দুজন হলেন নিহত বাবুলের ভাতিজা ফাহিম আহমদ (১৭) ও মানিকপুর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (১২)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ‘দুপুর ১২টার দিকে বাবুল স্থানীয় শফিক হাওরে বর্গা জমিতে বোরো ধান কাটতে যান। তার সঙ্গে ছিল ভাতিজা ফাহিমদ ও প্রদীপ বিশ্বাস। কাজ চলাকালে হঠাৎ বজ্রপাতে ঝলসে গিয়ে গুরুতর আহত হন তারা।

খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিম ও প্রদীপকে পাঠানো হয়েছে সিলেট এমওজি মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহতের বাবুলের মরদেহ কানাইঘাট থানায় নিয়ে যাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী নিহত বাবুল আহমদ। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে গ্রামবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০২মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :