ব্রাজিলে বৃষ্টিপাত অব্যাহত, নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ মে ২০২৪, ১২:১১ | প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১১:১৫

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা, ভূমিধস ও তীব্র ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। বৃষ্টি, বজ্রপাত ও তীব্র ঝড়ে অব্যহত রয়েছে, এতে উদ্ধার তৎপরতা ব্যপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে এক লাখ ৬৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত এবং ১২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কতৃপক্ষ। খবর রয়টার্সের।

বুধবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে শুরু হওয়া অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্য। রাজ্যটির বেশ কয়েকটি হাইওয়ে এবং সেতু ধ্বংস হয়ে গেছে।

রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, রিও গ্রান্ডে দো সুলের অন্ততচারশ’ পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক লাখ ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১০ লাখেরও বেশি মানুষ খাবার পানি থেকে বঞ্চিত রয়েছে। এমনকি ইন্টারনেট সংযোগ এবং টেলিফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

রিও গ্রান্ডে দো সুলের গভর্নর লেইট পরিস্থিতিকে নজিরবিহীন বর্ণনা করে একে ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, যতদূর চোখ যায় পুরো আবাসিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। রাস্তাঘাট ধ্বংস ও সেতুগুলো ভেসে গেছে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি আবহাওয়ার এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

(ঢাকাটাইমস/০৯মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এই বিভাগের সব খবর

শিরোনাম :