রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮ হাজার ৬০০ লিটার বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার বিকালে র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, শনিবার রাজধানীর গ্রীন রোড ও মতিঝিল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং রবিবার দুপুরে ডেমরা থেকে আরও এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।
বিকালে ডেমরার আমুলিয়া মডেল টাউনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
(ঢাকাটাইমস/১৯মে/এলএম/ইএস)

মন্তব্য করুন