কুমিল্লায় ভোটারদের মাঝে ‘টাকা বিতরণ’ সন্দেহে আটক ১

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে এমন সন্দেহে নগদ ২৮ হাজার টাকাসহ একজনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। মঙ্গলবার উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি উপজেলার ধনপুর এলাকার রুহুল আমিনের ছেলে মো. এহতেশামুল হক।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের আশেপাশে এক ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। এসময় তাকে তল্লাশি করে নগদ ২৮ হাজার টাকা তার কাছে পাওয়া যায়। এসময় এহতেশামুলকে টাকা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে তিনি সঠিক কোনো জবাব দিতে না পারায় তাকে আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি সে নির্দিষ্ট প্রার্থীর হয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলো। এসময়, তার কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা জব্দসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/২১মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন