এনা সম্পাদক গোলাম রসুল মল্লিকের ১৮তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০২৪, ১৬:২৮

ইস্টার্ন নিউজ এজেন্সির (এনা) প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম গোলাম রসুল মল্লিকের ১৮তম মৃত্যুবার্ষিকী বুধবার (২২ মে)। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বুধবার বাদ আসর তার নিজ বাসভবনে দুস্থদের মাঝে খাবার বিতরণ কোরআন খানির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গোলাম রসুল মল্লিক প্রথম বাঙালি সাংবাদিক হিসেবে ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা) চালু করেন। আমৃত্যু সাংবাদিকতার পথিকৃত গোলাম রসুল মল্লিক গণমাধ্যমের উন্নয়নের কাজ করে গেছেন।

গোলাম রসুল মল্লিক কর্মরত জীবনে কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বাংলাদেশ শাখার তিন তিনবার চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) প্রথম সদস্য। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের হয়ে অস্ত্র হাতে নিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা এই সাংবাদিক বিশ্বের অন্তত ৫৩ জন প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎকার নিয়েছিলেন।

(ঢাকাটাইমস/২১মে/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :