এমপি আনারকে হত্যার কারণ জানা যায়নি, ভারত যাচ্ছে ডিবির দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৪, ১৪:৪৫| আপডেট : ২৫ মে ২০২৪, ১৪:৫০
অ- অ+

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার এখনো সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি ডিবি। তবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন, আধিপত্য বিস্তারের কারণসহ অনেক কিছু থাকতে পারে এ হত্যাকাণ্ডের নেপথ্যে। এই হত্যার রহস্য উদঘাটনে ডিবির তিন সদস্যের একটি টিম ভারত যাচ্ছে। আজ রাত বা রবিবার ভোরের মধ্যে তারা রওনা দেবেন।

শনিবারে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবির কনফারেন্স রুমে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি আরও বলেন, তারা তাকে হানি ট্রাপে ফেলে টাকা আনতে চেয়েছিল। এজন্য তাকে ক্লোরোফোম দিয়ে অন্যরকম করা হয়েছিল।

হারুন বলেন, হত্যাকারীরা তাকে প্রথমে অপহরণের পর ফ্ল্যাটে নেয়। এরপর হত্যাকারীরা তার ফোনের একটি নিয়ে অন্য জায়গায় চলে যায়। যাতে বোঝা যায় তিনি সেই অন্য জায়গায় ছিলেন। এছাড়াও হত্যাকারীরা তাকে হত্যার পর চারটি মোবাইল নিয়ে বেনাপোল সীমান্তে আসে। এরপর তারা হত্যায় তার রাজনৈতিক প্রতিপক্ষদের ফাঁসাতে তাদের কলও করে।

ভারতে ডিবির টিম যাওয়ার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কথা হয়েছে। তারা বলেছে ডিবির একটি টিম যেন ভারতে যায়। এজন্য আমাদের জিও হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল ভোরের মধ্যে ডিবির তিন সদস্যের টিম ভারতের রওনা হবে। আমাদের পাশাপাশি কলকাতা টিমও কাজ করছে। তবে যারা বাংলাদেশে এসেছেন তাদের কাজ এখনো শেষ হয়নি। তাদের কাজ শেষ হলে আমরা রওনা হব। তারা আজ তিনটার দিকে আসবে। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরাও যাব। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব তারপর সেটি আজ রাতেও হতে পারে আগামীকাল ভোরের মধ্যে হতে পারে।

লাশ পাওয়া যায়নি তাহলে কীসের প্রেক্ষিতে আপনারা এই ঘটনাটিকে মার্ডার বলছেন— এমন প্রশ্নে হারুন বলেন, এমন ঘটনা আছে বছরের পর বছর লাশ পাওয়া যায়নি। তিন বছর লাশ পাওয়া যায়নি এমন ঘটনাও আমাদের কাছে আছে।

(ঢাকাটাইমস/২৫মে/এসএস/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেপ্তার ৩
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা