কুরুলুস উসমানের নায়ক এখন ঢাকায়, ভক্তদের মুখোমুখি হবেন ২৬ মে

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ মে ২০২৪, ১৬:০৪ | প্রকাশিত : ২৫ মে ২০২৪, ১৫:১১

জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট ঢাকায় এসেছেন। এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বুরাকের বাংলাদেশ সফর। এই সফরে রবিবার বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

এদিকে শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে বুরাক বলেছেন, ‘ আমি আগামী ২৬ মে গুলশান ১ নম্বরে সিঙ্গারের বেকো স্টোরে থাকব। আপনাদের সঙ্গে দেখা হবে।’

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি।

ঢাকায় রয়েছে তার অনেক ভক্ত। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন।

৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট।

(ঢাকাটাইমস/২৫মে/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :