বিয়ের আগেই শ্রীদেবীর গর্ভে আসে বড় মেয়ে জাহ্নবী! সত্যি না গুজব?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ১১:২৯
অ- অ+

হিন্দি সিনেমার দুনিয়া বলিউডের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবী। যিনি ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি চলে যান না ফেরার দেশে। প্রযোজক স্বামী বনি কাপুরের সঙ্গে সংসার জীবনে এই নায়িকার দুই মেয়ে। বড় মেয়ে অভিনেত্রী জাহ্নবী কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর।

এখনো বলিউডে কান পাতলে একটা গুঞ্জন শোনা যায়, বনি কাপুরের সঙ্গে বিয়ের আগেই নাকি শ্রীদেবীর গর্ভে এসেছিলেন বড় মেয়ে জাহ্নবী কাপুর! সে কারণেই নাকি তড়িঘড়ি বিয়ে করতে হয়েছিল প্রেমের সম্পর্কে থাকা বনি আর শ্রীদেবীকে।

সত্যিই কি তাই? এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন অভিনেতা অর্জুন কাপুরের (প্রথম স্ত্রীর ছেলে) বাবা বনি কাপুর। তিনি দাবি করেন, ‘আমার দ্বিতীয় বিয়ে শ্রীদেবীর সঙ্গে। যেটি হয়েছিল ১৯৯৬ সালের ২ জুন শিরডির মন্দিরে। বিয়ের পর আমরা এক রাত মন্দিরে ছিলামও। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি স্পষ্ট হয়।’

প্রযোজক বনি কাপুর জানান, ‘তখন আর সামাজিক বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা ১৯৯৭ সালের জানুয়ারিতে সামাজিকভাবে বিয়ে করি। অনেকেই মনে করেন যে, জাহ্নবী এসেছে (জন্ম ৬ মার্চ, ১৯৯৭) আমাদের বিয়ের আগেই, কিন্তু তা একেবারেই ভুল।’

এদিকে, যার জন্ম নিয়ে বিতর্ক, সেই জাহ্নবী কাপুর এখন বলিউডের সুপরিচিত মুখ। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমাটি দিয়ে তার অভিষেক হয়। সেটি তেমন ব্যবসা না করলেও তারকা সন্তান হিসেবে জাহ্নবী কাজ করে চলেছেন হিন্দি সিনেমার দুনিয়ায়। সম্প্রতি তার অভিষেক হয়েছে দক্ষিণী সিনেমার জগতেও। জুনিয়ার এনটিআরের বিপরীতে একটা সিনেমা করেছেন তিনি।

প্রসঙ্গত, জাহ্নবীর মা শ্রীদেবী ছিলেন প্রযোজক বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী। বনির প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুর। প্রথম সংসারে প্রযোজকের দুই সন্তান। ছেলে অর্জুন কাপুর ও মেয়ে অনশুলা কাপুর। অর্থাৎ, অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর সম্পর্কে সৎ ভাইবোন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা