বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১১:৫৩| আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:২১
অ- অ+

নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম সেরা অভিনেতা গোবিন্দ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। সেটি পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অভিনেতার পায়ে গুলি লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং বলেছেন, ‘গোবিন্দদা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের রিভলভারটি তুলে রাখতে যান। এ সময় হঠাৎ বন্দুকটি মাটিতে পড়ে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে গোবিন্দর পায়ে লাগে।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেছেন। গোবিন্দ এখন শঙ্কামুক্ত।’

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা