আইফার মঞ্চে টিনার আঁচল ধরে হাঁটলেন রাহুল

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০
অ- অ+

বলিউডের এ বছরের আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় গেল সম্প্রতি। সেখানে মঞ্চে একই সঙ্গে দেখা মিলল করণ জোহর, রানি মুখোপাধ্যায় এবং শাহরুখ খানের। তারা যেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ঝলক দেখালেন।

শুধুই কি তাই? এদিন মঞ্চে রানি অর্থাৎ টিনার আঁচল ধরে রীতিমতো হাঁটলেন শাহরুখ ওরফে রাহুল। টিনা ও রাহুল হলো ব্লকবাস্টার প্রেমের সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’র রানি ও শাহরুখের অভিনীত চরিত্র।

এদিন আইফার মঞ্চের একটি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রানি মঞ্চে উঠেই করণ জোহরকে জড়িয়ে ধরেন। সঙ্গে শাহরুখ খানও। অভিনেত্রী এরপর মঞ্চের মাঝামাঝি এগোতে গেলে মেঝেতে লুটাতে থাকে তার আঁচল ধরে স্টেজের মাঝখান অবধি হেঁটে যান শাহরুখ।

কিং খানের এই ব্যবহার এবং কাজেই মুগ্ধ নেটপাড়া। এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করে লেখেন, 'নস্টালজিয়া যেন সত্যি হলো। ফের একসঙ্গে রানি, করণ এবং শাহরুখ। এই রিইউনিয়নটা আবার দেখতে চাই।’ একজন লেখেন, ‘উফ রাহুল-টিনা আবার একসঙ্গে।’

প্রসঙ্গত, এবারের আইফা অ্যাওয়ার্ডসে শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘জওয়ান’ সিনেমাটির জন্য। অন্যদিকে রানি মুখোপাধ্যায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটির জন্য।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা