মাধুরীর ঘন রেশমী চুলের রহস্য ঘরে তৈরি একটি তেল!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৭
অ- অ+

এক কালে প্রায় সব নারীই বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো অপরূপা হতে চেয়েছেন। এখনও চান। ৫৭ বছর বয়সেও তাকে ২৫-২৬ বছর বয়সি যুবতী নারীর মতো মোহনীয় দেখায়। রূপের পাশাপাশি মাধুরীর ঘন রেশমী চুলও নজর কাড়ে সবার। ওরকম চুল সবার হয় না।

কিন্তু নায়িকার এই চুলের রহস্য কী? উত্তর হলো একটি তেল। তাও এই তেলটি ঘরেই বানিয়ে নেন বলিউডের অন্যতম সেরা সুন্দরী মাধুরী। একটি ভিডিওতে সে কথা নিজেই স্বীকার করেন তিনি। কীভাবে বানাবেন সেই তেল? তাও শিখিয়ে দিয়েছেন মাধুরী।

এর জন্য খুব ঘরোয়া কিছু উপকরণ প্রয়োজন। সেগুলো হচ্ছে আধ কাপ নারকেল তেল, এক চা চামচ মেথি, ১৫-২০টি কারি পাতা এবং একটু পেঁয়াজ কুচি। কী করবেন এই সব উপকরণ দিয়ে? খুবই সহজ কাজ। একটি পাত্রে সব উপকরণ ঢেলে দিন। এরপর ফোটাতে থাকুন।

ভালো ভাবে তেল ফুটে উঠলে কিছুক্ষণ রেখে মিশ্রণটি ঠান্ডা করুন। তারপর একটি বোতলে তা ছেঁকে নিন। প্রতিদিন গোসলের আগে ভালো ভাবে সেই তেল চুলে মেখে নিন। ব্যাস, নিয়মিত কিছুদিন এভাবে করলেই পেয়ে যাবেন মাধুরীর মতো ঘন রেশমী চুল।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা