বাড্ডায় যুবকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৪, ১৭:৩১| আপডেট : ২৫ মে ২০২৪, ১৮:০৪
অ- অ+

রাজধানীর উত্তর বাড্ডার জামতলার একটি বাসা থেকে মো. আকাশ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। আকাশকে অচেতন অবস্থায় সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে নিহতের ফুপু পায়েল বলেন, ‘আকাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। মাহি নামে এক মেয়ের সঙ্গে উত্তর বাড্ডা জামতলা ২৯৬ নম্বর একটি বাসার পাঁচতলায় প্রায় ৬-৭ মাস যাবত ভাড়া থাকতেন তারা। গত রাতে মাহির সঙ্গে আকাশের কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে বাইরে থেকে লোক এনে আকাশকে মারধর করে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে আমরা খবর পেয়ে আমার ভাগিনাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাগ্নে আর বেঁচে নেই।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।’

(ঢাকাটাইমস/২৫মে/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম
ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা