যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ মে ২০২৪, ২০:২১ | প্রকাশিত : ২৫ মে ২০২৪, ১৯:৫৯

​​​​​​যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা।

শনিবার সন্ধ্যা ৭টা থেকে এ সমস্যা শুরু হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন মেট্রো রেলের একাধিক যাত্রী।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্টেশনে মেট্রোরেল কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে বলে, যাত্রীদের তাড়া থাকলে যেন বিকল্প পথে যায়। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, 'বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।'

(ঢাকাটাইমস/২৫মে/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :