বাড্ডায় বিকট শব্দে বিস্ফোরণ, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ০৯:১৩| আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৪৭
অ- অ+

রাজধানীর বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার পরে বাড্ডার ৪ নম্বর ডিআইটি রোডের তিনতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের প্রাথমিক কারণ গ্যাস সিলিন্ডার লিকেজ বলেই মনে হচ্ছে। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত করে বিস্ফোরণের কারণ জানানো যাবে।

নিহত যুবকের নাম সোলায়মান। তার বাড়ি ময়মনসিংহর ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামে। তিনি ঘটনাস্থলের বিপরীত পাশে অবস্থিত বাড্ডা কাবাব রেস্তোরাঁর কর্মচারী ছিলেন।

আর আহত নারীর নাম শান্তা বেগম। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়েছে। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়।

(ঢাকাটাইমস/৩০মে/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে আরাম পেতে তরমুজ খাচ্ছেন ধুমছে? ক্ষতি সম্পর্কে জানেন তো
ঝিনাইদহে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার
নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ
কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল পার্টির জয়লাভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা