উপজেলা নির্বাচন: লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক করলেন টিপু

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১২:১৯| আপডেট : ৩০ মে ২০২৪, ১২:২৪
অ- অ+

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এ.কে.এম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ)। এছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন ইউসুফ পাটোয়ারী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।

বুধবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উন্নয়ন ও মানবসম্পদ) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, চেয়ারম্যান পদে এ কে এম সালাহ উদ্দিন টিপু ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ রহমত উল্লাহ পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ পাটোয়ারী ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ৩১ হাজার ১৫৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন মো. হাফিজ উল্লাহ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন লিকা।

উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তারা হলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী (আনারস) প্রতীক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু (কাপ পিরিচ) প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ রহমত উল্যা বিপ্লব (ঘোড়া) প্রতীক, মো. আবুল কাশেম (দোয়াতকলম) প্রতীক ও মো. নিজাম উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা (মাইক প্রতীক), সাবেক শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ (উড়োজাহাজ) প্রতীক, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী (বই প্রতীক), মো. ইয়াছিন আরাফাত (তালা প্রতীক) ও মো. মাসুদুর রহমান (চশমা প্রতীক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইসলাম লিকা (ফুটবল প্রতীক), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার (হাঁস প্রতীক) ও সেলিনা খানম (পদ্মফুল প্রতীক)।

(ঢাকা টাইমস/৩০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা