সোমবারও সূচকের বড় পতনে শেষ হলো ডিএসইর লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। এছাড়া কমেছে টাকার পরিমাণে লেনদেন।
এর আগে রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে তিন বছরের মধ্যে সূচকের সবচেয়ে বড় পতনে শেষ হয় ডিএসইর লেনদেন। এছাড়া এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর এবং লেনদেনও কম ছিল।
সোমবার ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
সোমবার ডিএসইতে ৩১৮ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ১২ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৮ পয়েন্টে।
সোমবার সিএসইতে ২১৪টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ১৬৭টির এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/১০জুন/এজে)

মন্তব্য করুন