সিরাজদিখানে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গৃহবধূ উধাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৪, ১৩:৫৭
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক গৃহবধূ।

শনিবার উপজেলার সিরাজদিখান বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটী গ্রামের বাড়ি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পর উধাও হন মুক্তা আক্তার (৩৫) নামে ওই গৃহবধূ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, প্রায় দশ বছর আগে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটী গ্রামের মৃত জমসের মিয়ার ছেলে মো. মোজ্জাম্মেল হোসেনের সঙ্গে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন শেখের মেয়ে মুক্তা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ। তাদের একটি ছেলে সন্তান আছে।

মো. মোজ্জাম্মেল হোসেন সিরাজদিখান বাজারে গৌতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন। সেই সুবাদে মুক্তা দুই মাস আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। সম্প্রতি মোজ্জাম্মেল হোসেনের স্ত্রীর সঙ্গে দেখা করতে কর্মস্থল থেকে শ্বশুর বাড়িতে যান। সেখানে তার স্ত্রী মুক্তাকে না পেয়ে মো. মোজ্জাম্মেল তার শ্বশুরবাড়ির লোকজন ও শাশুড়িকে তার স্ত্রী কোথায় জানতে চাইলে তারা বলে আমাদের মেয়ে তোমাদের বাড়িতে আর যাবে না। তার সাথে তোমার আর দেখা হবে না। তুমি আর এ বাড়ি আসবে না। এদিকে বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ২ ভরি স্বর্ণসহ একটি মোবাইল ফোন নিয়ে উধাও হন মুক্তা আক্তার। তার সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী। গৃহবধূ মুক্তা আক্তারকে উদ্ধারের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১৮জুন/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা