শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরীয়তপুরে নিজ বসতঘরে রাজমিস্ত্রির কাজ করছিলেন ইয়ামিন ঢালী (৩০)। এসময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিলাশখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ঢালী বিলাশখান এলাকার খেলসি গ্রামের আব্দুল জলিল ঢালীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে নিজের ঘরে রাজমিস্ত্রির কাজ করছিলেন ইয়ামিন ঢালী। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তার পুরো শরীর পানিতে ভিজে গিয়েছিল। ভেজা শরীরে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ইয়ামিন ঢালী। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইয়ামিনের ভাই আলী ঢালী বলেন, ইয়ামিন নিজের বিল্ডিং ঘরের অসম্পূর্ণ থাকা কাজ করছিল। যাকে রাজমিস্ত্রিদের ভাষায় বলে আস্তর করা। আস্তর করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে৷
বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/১৯জুন/এসএ)

মন্তব্য করুন