চাঁদপুরে যৌথ অভিযানে ১১ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট এলাকা থেকে ৪৫০ কেজি বা ১১.২৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে হরিণা ফেরিঘাট এলাকায় যৌথভাবে অভিযান চালায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় খুলনা অঞ্চল থেকে আসা যাত্রীবাহী পরিবহনের ককশিটের বক্সে থাকা ৪৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
তবে কেউ চিংড়ির মালিক দাবি না করায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করে।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২১জুন/এজে)

মন্তব্য করুন