তীব্র তাপপ্রবাহ: মক্কা-মদিনায় সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবা শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ১৮:০৮| আপডেট : ২৩ জুন ২০২৪, ১৯:৩০
অ- অ+
মসজিদ আল হারাম ও মসজিদে নববী

সৌদি আরবে চলছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকছে তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত মক্কা-মদিনায় ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এ অবস্থায় দুই পবিত্র মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশনা দিয়েছেন হারামাইন শরিফাইনের প্রেসিডেন্ট শায়খ আব্দুর রহমান আদ সুদাইস। খবর সৌদি গেজেট ও হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের।

খবরে বলা হয়, গত শুক্রবার থেকে শুরু হয়ে গ্রীষ্মের বাকি সময় জুমার খুতবার সময়কাল কমিয়ে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। আগে জুমার খুতবা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হতো।

নির্দেশনায় প্রথম আজান এবং দ্বিতীয় আজানের মধ্যের সময়কে ১০ মিনিট করা হয়েছে। মক্কায় পবিত্র মসজিদ আল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে আজানের পর থেকে পরবর্তী ১৫ মিনিটের মধ্যে খুতবা শেষ করতে বলা হয়েছে।

গত শুক্রবার পবিত্র হারামে জুমআর নামাজ পড়ান শায়খ ইয়াসির দোসারী ও মসজিদে নববীতে শায়খ খালিদ আল মুহান্নাসরকারি নির্দেশনার কথা তুলে ধরে শায়খ সুদাইস বলেন, ‘আল্লাহর অতিথিদের সুস্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে এসব নির্দেশ বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আগ্রহকেই প্রতিফলিত করে।’

সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেশটিতে চলমান গ্রীষ্মের প্রচণ্ড গরমে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মক্কায় এ বছর প্রচণ্ড গরমে ১ হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যুর কথা জানিয়েছে প্রায় ১০টি দেশ। হজের সময় নির্ধারিত হয় ইসলামিক চান্দ্র পঞ্জিকা অনুসারে। সে হিসাবে এ বছরও হজ পড়েছিল সৌদি আরবের গ্রীষ্মে, যখন দেশটিতে থাকে ভয়াবহ গরম।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র গত সপ্তাহে মক্কার গ্র্যান্ড মসজিদে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

গত মাসে প্রকাশিত সৌদি সমীক্ষায় বলা হয়েছিল, প্রতি দশকে অঞ্চলটিতে তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে।

(ঢাকাটাইমস/২৩জুন/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা