কোপা আমেরিকা: বলিভিয়াকে হারিয়ে কোপায় শুভসূচনা যুক্তরাষ্ট্রের

বলিভিয়াকে হেসেখেলে হারিয়ে কোপা আমেরিকায় শুভসূচনা করেছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দলটির বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেয়েছে আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টে জায়গা পাওয়া যুক্তরাষ্ট্র।
এটিএনটি স্টেডিয়ামে সোমবার (২৪ জুন) বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দুই গোলই হয়েছে প্রথমার্ধে।
একপেশে ম্যাচে শুরু থেকেই আক্রমণ করে যুক্তরাষ্ট্র। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিক। ৬৯ আন্তর্জাতিক ম্যাচে এটি পুলিসিকের ৩০তম গোল।
এই পুলিসিক দলের দ্বিতীয় গোল এনে দিতে সহায়তা করে। তার পাস থেকেই ম্যাচের ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলটি করেন ফোলারিন বালোগুন। যুক্তরাষ্ট্রের প্রথম কোনো ফুটবলার হিসেবে কোপা আমেরিকায় গোল ও অ্যাসিস্ট করার কীর্তি গড়েন পুলিসিক।
একপেশে দ্বিতীয় হাফেও গোলের জন্য মরিয়া হয়ে থাকে যুক্তরাষ্ট্র। ৫৩ মিনিটে আরও এক গোল করেছিলেন বালোগুন। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে শুভ সূচনা করে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
গ্রুপ 'সি' এর বাকি দুই দল উরুগুয়ে ও পানামা। কিছুক্ষণ পর মাঠে নামবে এই দুই দল।
(ঢাকাটাইমস/২৪ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন