নগরকান্দায় বাস উল্টে প্রাণ গেল সুপারভাইজারের

ফরিদপুরের নগরকান্দায় স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রাজন ব্যাপারী (৩০)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার দক্ষিণ বড়পাউলদিয়া গ্রামের মো. নুরুল হক ব্যাপারীর ছেলে। রাজন ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে স্বাধীন পরিবহনের একটি বাস মুকসুদপুর যাচ্ছিল। পথে গজারিয়া এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আর নিহতের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/২৬জুন/এসএ)

মন্তব্য করুন