আনার হত্যার দুই আসামি খাগড়াছড়িতে গ্রেপ্তার, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৪, ১৭:৩৯| আপডেট : ২৬ জুন ২০২৪, ১৮:৪৩
অ- অ+
আভিযানিক দলের নেতৃত্ব দেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। ইনসেটে দুই আসামির ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত মোস্তাফিজ ও ফয়সালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে তাদেরকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

বুধবার বিকাল চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ছয়টা নাগাদ তাদের ঢাকায় আনা হয়।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র ঢাকা টাইমসকে জানায়, এদিন ডিবিপ্রধান হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একাধিক দল পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায়। পরে খাগড়াছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এমপি আনার অপহরণ মামলায় এখন পর্যন্ত দেশে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমান। এছাড়া পরে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগ নেতা গ্যাস বাবু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

ভারতে চিকিৎসার জন্য গিয়ে নৃশংসভাবে খুন হন এমপি আনার। তার মরদেহ খণ্ডবিখণ্ড করে গুম করা হয়, যা সন্ধান এখনো মেলেনি। ঘটনার সঙ্গে জড়িত ভারত ও নেপালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে বুধবার ঝিনাইদহ জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তিনটি মোবাইল উদ্ধারে যায় ডিবি পুলিশ। সেখানকার একাধিক পুকুর ও ডোবায় ফোন উদ্ধারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা