ক্যান্সারে আক্রান্ত পৌনে তিন বছরের শিশু মিমের বাঁচার আকুতি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ২৩:৪৯
অ- অ+

ফুটফুটে শিশুটির বয়স মাত্র ২ বছর আট মাস। এখনো দুনিয়ার কিছুই বুঝার বয়স হয়নি তার। যে বয়সে পুরো পরিবার মাতিয়ে রাখার কথা সে বয়সেই হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে মারজিয়া আক্তার মিম। কারণ ছোট্ট মিমের কচি দুই চোখে বাসা বেঁধেছে মারণব্যাধি টিউমার ক্যান্সার।

অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের পথে। একটু সাহায্য-সহযোগিতা পেলে হয়তো সুস্থ হয়ে উঠতো ক্যান্সারে আক্রান্ত মিম। কিন্তু দারিদ্রতা তার সব চলার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

মিম- উপজেলার কেরোয়া ইউনিয়নের ৮নং উত্তর কেরোয়া গ্রামেন সুনামগঞ্জ মেহাজন পাটোয়ারী বাড়ীরর দারিদ্রতা কাজী সবুজের কন্যা।

শিশুটির বাবা কাজী সজুব ঢাকা টাইমসকে জানান, এক বছর আগে হঠাৎ প্রচুর জ্বরে আক্রান্ত হয় মিম। এরপর তাকে লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার দুই চোখে টিউমার ক্যান্সার ধরা পড়ে। তার পরে থেকে চিকিৎসক পরামর্শে চিকিৎসা চললেও কিছুতেই মিম সুস্থ হচ্ছে না। মিমকে পুরোপুরি সুস্থ করে তুলতে অন্তত ২ বছর ডাক্তারের পর্যবেক্ষণে রাখতে হবে।

সজুব বলেন, ‘বাড়িসহ জমিজমা সব বিক্রি করেও মেয়েকে রক্ষা করতে পারছি না। সব শেষ করে এখন আমি নিঃস্ব। কীভাবে মেয়ের চিকিৎসা করাব তা বুঝতে পারছি না। এখন নিজের বাড়ি বিক্রি করে গৃদকালিন্দিয়া ভাড়া বাড়িতে থাকছি।’

ক্যান্সার আক্রান্ত শিশু মিমের মা বলেন, ‘ক্যান্সার শনাক্তের পর থেকে এ পর্যন্ত ১৪-১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এখনো ৮-১০ লক্ষ টাকার মতো দরকার। কোথা থেকে এত টাকা জোগাড় করব তাই ভেবে উঠতে পারছি না। আমরা গরিব-অসহায়, তাই হয়তো এতো টাকা জোগাড়ও করতে পারব না। তবে আমি আমার এই ফুটফুটে ছোট্ট বাচ্চাটাকে হারাতে চাই না।’

চিকিৎসকরা বলেছেন, মিমের পুরো চিকিৎসায় অন্তত ৮ লক্ষ টাকার মতো খরচ হবে। এখন সমাজের বিত্তবানদের সহযোগিতা না পেলে অকালেই ঝরে যাবে মিমের জীবন। তার চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে বিকাশ মোবাইল নম্বরে (০১৬১৫৯৩৪০২৩) যোগাযোগ করতে পারেন বিত্তবানেরা। কাজী সবুজ, হিসাব নাম্বার ২২০২৯৮৫০৬৯০০১, সিটি ব্যাংক, রায়পুর শাখা, লক্ষ্মীপুর।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করব।’

(ঢাকাটাইমস/০৪জুলাই/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
তদন্ত প্রতিবেদন: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা