স্পেনে আমাকে কেউ সম্মান করে না, ক্ষোভ প্রকাশ করে অবসরের ইঙ্গিত মোরাতার

আলভারো মোরাতা- ইউরোর এবারের আসরে স্পেনের অধিনায়ক তিনি। তার নেতৃত্বে দলও দুর্দান্ত খেলছে। টানা পাঁচ ম্যাচ জয়ে সেরা চারে উঠে এসেছে তারা। অধিনায়ক হিসেবে মোরাতাও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। স্পেন যখন ইউরোর ফাইনাল খেলার স্বপ্ন দেখছে, তখন অধিনায়ক আলভারো মোরাতা নিজ দেশের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন। তার গুরুতর অভিযোগ, স্পেনে তিনি কখনই প্রাপ্য সম্মান পাননি! সেইসঙ্গে জাতীয় দলের জার্সিতে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হতে পারে শেষ টুর্নামেন্ট-এমন ইঙ্গিতও দিয়েছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ঘটনার সূত্রপাত কোয়ার্টার ফাইনালে জার্মানি ম্যাচে। স্পেন মিডিয়ার একটা অংশ মোরাতাকে নিয়ে ভুলভাল রিপোর্ট প্রকাশ করেছিল। বলা হয়, হলুদ কার্ড দেখার জন্য সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। এমনকী সাইডলাইনে মোরাতাকে কাঁদতে দেখে বলাবলি হয়, দলের জন্য তিনি একটুও চিন্তিত নন। মোরাতা কাঁদছেন নিজের জন্য। যা শোনার পর ফেটে পড়েন মোরাতা। এমনিতেই তিনি অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন বলে একপ্রকার ঠিক করেই ফেলেছেন। বলে দিয়েছেন, স্পেনে তার ওপর র্যাগিং চলে।
সেমিফাইনাল যুদ্ধের আগে আরও বিস্ফোরক মোরাতা। সাফ সাফ বলে দিলেন, ‘লোকরা বলছিল আমি হলুদ কার্ড দেখেছি বলে কাঁদছিলাম। আমি কাঁদছিলাম আমি দেশের জন্য। আমি দলের অধিনায়ক। দেশের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়াই আমার লক্ষ্য থাকে। আর ভাবুন এর জন্য আমার সমালোচনা চলছে। আমি সর্বস্ব দিয়ে ইউরো জেতার চেষ্টা করব। এটাই দেশের হয়ে সম্ভবত আমার শেষ টুর্নামেন্ট হতে চলেছে। স্পেনের হয়ে খেলাটা আমার জন্য কখনোই সহজ ছিল না। সবসময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাড়ি থেকে বেরোলেই সমালোচনা সহ্য করতে হয়েছে। আমার পাঁচ বছরের বাচ্চাও বুঝতে পারে না, কেন তার বাবার বিরুদ্ধে সবসময় এরকম ব্যবহার করা হয়। স্পেনে আমার জন্য কোনো সম্মান নেই। এর থেকে অনেক সহজ হল অন্য কোনও দেশের হয়ে খেলা।’
মোরাতা বলেছেন, স্পেনের সমর্থকেরা একদিন তাকে মিস করবে, ‘আমি এই টুর্নামেন্ট উপভোগ করছি, যেখানে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচও খেলতে পারি। তবে ভবিষ্যতে কী হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার। কে জানে, একদিন হয়তো তারা আমাকে মিস করবে। প্রতিদিনই বিদায়ের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। এ জন্যই উপভোগ করি, এ জন্যই কাঁদি এবং সামনে যা কিছুই আসুক না কেন, এ জন্যই কাঁদব। সেটা ভালো–মন্দ যা–ই হোক।’
(ঢাকাটাইমস/০৯ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন