কুবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এঘটনায় তিন শিক্ষার্থী ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের দাবিতে মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। তাদেরকে পুলিশ বাধা দেয়। পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে বললেও তারা ছাড়েননি। এসময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল। শিক্ষার্থীরা সড়কের আশেপাশে অবস্থান করছেন।
(ঢাকাটাইমস/১১জুলাই/এমআর)

মন্তব্য করুন