কোপা আমেরিকা: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও উত্তাপ, টাইব্রেকারে জিতল উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১০:৪৪
অ- অ+

অনেক আগেই ইউরো কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অবলুপ্তি ঘট‌লেও কোপা আমেরিকাতে এখনও তা বিদ্যমান। দুই ফাইনালিস্ট নির্ধারণ হলে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ের ফল নিয়ে খুব একটা আলোচনাও হয় না। এই নিয়মরক্ষার ম্যাচেও রোমাঞ্চকর এক লড়াই উপহার দিলো উরুগুয়ে ও কানাডা।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। কানাডার দুই খেলোয়াড়ের ব্যর্থতায় উরুগুয়ে ৪-৩ গোলে জয় পায়। এ নিয়ে দশমবারের মতো কোপায় তৃতীয় হলো ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

চলতি কোপায় যেখানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র (গ্রুপপর্ব) ও ইকুয়েডরের মতো দেশ কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল, সেখানে বড় চমক কানাডা। উত্তর আমেরিকার দেশটি ২০১৬ সালের কোপায় বাছাইপর্ব পেরোতে না পারায় খেলতে পারেনি। এরপর অভিষেকে আসরেই দারুণ নৈপুণ্য, আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তাদেরই লিড ছিল প্রায় শেষ পর্যন্ত। ২-১ গোলে যখন প্রায় জয় নিয়েই তাদের মাঠ ছাড়ার তোড়জোড় চলছিল, তখনই উরুগুইয়ান তারকা সুয়ারেজের আঘাত। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে করা গোলে ফের উরুগুয়ে-কানাডার স্কোরলাইন দাঁড়ায় ২-২ সমতায়।

তৃতীয় স্থানের জন্য লড়াই হলেও, কোচদের কোচ খ্যাত বিয়েলসা উরুগুয়েকে শক্ত একাদশ নিয়ে মাঠে নামান। ডারউইন নুনিয়েজ, রদ্রিগো বেন্তাকুর ও জোসে গিমেনেজদের গড়া আক্রমণভাগ দ্রুত সাফল্যও এনে দেয়। ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই উরুগুয়েকে লিড এনে দেন বেন্তাকুর। তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ ১৪ মিনিটেই সমতা ফেরানো গোল কানাডার। তরুণ ফুটবলার ইসমাইল কোনে দারুণ এক ফ্লিকে ১-১ সমতা টেনে বল জালে পাঠান।

উভয় দলই সেই সমতা থেকে বেরোনোর পথ খুঁজছিল। তবে আক্রমণ-পাল্টা আক্রমণেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৮০তম মিনিটে আসে সেই সমতা ভাঙা গোল। দলের বড় তারকা জনাথন ডেভিডই এবার কানাডাকে লিড এনে দেন। মনে হচ্ছিল তৃতীয় স্থান বুঝি দখলে নিলো উত্তর আমেরিকানরা। তবে সেটি আর সম্ভব হয়নি। রোমাঞ্চ কিছুটা বাকি রেখেছিল উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের ৫ মিনিট চলছিল। তৃতীয় মিনিটেই কানাডার ডিবক্সে রক্ষণচেরা রদ্রিগেজের পাস, এক টাচে সেটিকে গোলে পরিণত করেন সুয়ারেজ।

টাইব্রেকারে কানাডা আর সেই একই দাপট ধরে রাখতে পারল না। মূল ম্যাচে গোল পাওয়া ইসমাইল কোনে ও দলটির সবচেয়ে বড় তারকা আলফনসো ডেভিস মিস করেছেন পেনাল্টি শ্যুট আউটে। অন্যদিকে, চার শটের প্রতিটিতেই গোল করেছেন সুয়ারেজরা। ফলে ৪-৩ গোলের জয় নিয়ে যুক্তরাষ্ট্রে কোপা অভিযান শেষ করল উরুগুয়ে। নিজেদের শেষ ম্যাচে অভিজ্ঞ সুয়ারেজই হলেন ম্যাচসেরা।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা