কোটা আন্দোলন: স্লোগানে স্লোগানে উত্তাল ঢাবি ক্যাম্পাস

কোটা সংস্কারের আন্দোলনে থাকা শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছে দাবি করে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।
রবিবার রাত ১১টার দিকে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে ঢাবির মেয়েদের হল থেকে নারী শিক্ষার্থীদেরও বেরিয়ে এসে মিছিলে যোগ দিতে দেখা গেছে।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার', 'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার', 'লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না'- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এদিকে রাত পৌনে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক রাতুল আহামেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এসকে/ডিএম/কেএম)

মন্তব্য করুন