ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সাইমুম আটক

ইবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১১:৩৯| আপডেট : ১৩ মে ২০২৫, ১২:২৭
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের কৃষিবিষয়ক সম্পাদক সায়মুম খানকে আটক করে থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়। পরে নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করে অভিযোগ দায়ের করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম।

অভিযোগে তিনি বলেন, “অভিযুক্ত সায়মুম গত বছরের ৫ জুন সিফাত সিদ্দিকের মাধ্যমে কল দিয়ে শেখ রাসেল হল (বর্তমানে শহীদ আনাস হলের রুম নং-৪০৩) নিয়ে কথাবার্তার অজুহাতে হলের ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে ফেলে দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। আমাকে বেপরোয়াভাবে মারধর করে সিঁড়ি দিয়ে ফেলে দিয়ে গুরুতর আঘাত করে। তখন আমার হাত-পায়ে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়।”

অভিযোগে তিনি আরও বলেন, “আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে জরুরি চিকিৎসা গ্রহণ করি। আমি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলাম ও উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক।”

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনজন শিক্ষার্থীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা হলেন— আতিকুর রহমান, মো. আমিরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম। এ ছাড়া আরও অনেক শিক্ষার্থী ঘটনার বিষয়ে অবগত আছেন বলে উল্লেখ করেন ভুক্তভোগী।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, “বিষয়টি নিয়ে কাজ চলছে। মঙ্গলবার সকালে নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে চালান দেওয়া হবে।”

(ঢাকাটাইমস/১৩মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরূপ: আমিনুল হক 
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা