জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় বিজিবি মোতায়েনের কথা জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন।
এছাড়াও চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি জানান, বিকেল সাড়ে ৫টা থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছয়জন মারা গেছেন। আহত হয়েছে কয়েকশ শিক্ষার্থী। এর আগে গতকালও প্রায় তিনশতাধিক শিক্ষার্থী হামলায় আহত হন।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/কেএম)

মন্তব্য করুন