রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, রাত ১২টার পর হলগেট বন্ধ

রাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২৩:২০
অ- অ+

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পসের সব প্রবেশ ফটক রাত ১২টা থেকে বন্ধ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যের ব্যক্তিগত বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, চলমান পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের হলে কড়াকড়ির পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় টহল বাড়াবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ কাজ করছি। আপাতত ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবো।’

শিক্ষার্থীদের কোনো ধরনের উস্কানি এবং গুজবে কান না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা