বশেমুরবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে সকাল ১১ টায় জরুরি রিজেন্ট বোর্ড মিটিং ডাকা হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও উপ-রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপ-উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ইউজিসি প্রেরিত স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪র্থ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে জানানো হয়।
এ ছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হলসমূহ এ সময় বন্ধ থাকবে এবং ছাত্রদের আজ বুধবার (১৭ জুলাই ) বিকেল ৫টার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে, রিজেন্ট বোর্ড সভায় দুই শিক্ষক উপস্থিত ছিলেন। যদিও সিদ্ধান্ত গৃহীত হওয়ার পূর্বে ব্যস্ততার কারণ দেখিয়ে একজন শিক্ষক জুম মিটিং থেকে সরে আসেন বলে জানা গেছে।
এর আগে, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।
মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরুটা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। গত সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর গতকাল বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক-মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকালও দেশের বিভিন্ন এলাকায় হামলার শিকার হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এমআর)

মন্তব্য করুন