জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশ বাতিল

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৬:৪৩| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭:২২
অ- অ+

শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ত্যাগের নির্দেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাদেরকে পুনরায় হলে থাকার অনুমতি দিয়েছে প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের সকল দাবি (গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফট, ইন্টারনেট, ক্যান্টিনসহ পূর্বের ন্যায় নিরাপত্তা) মেনে নেয়া হলো এবং তাদেরকে হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেয়া হলো।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হল ছাড়ার ওই নির্দেশের প্রতিবাদ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা হলের প্রভোস্টকে কার্যালয়ে আটকে তালা লাগিয়ে দেন। পরে হল খোলা রাখার লিখিত বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রভোস্টকে তালামুক্ত করে দেন ছাত্রীরা।

(ঢাকাটাইমস/১৭জুলাই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা