লালমনিরহাটের চরে উদ্ধার ভারতের সাবেক মন্ত্রীর অর্ধগলিত লাশ হস্তান্তর

​​​​​​​লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৬:৪৮| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৬:৫১
অ- অ+

লালমনিরহাটের চর থেকে উদ্ধার হওয়া ভারতের সাবেক মন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের অর্ধগলিত লাশের ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের কর্মকর্তাদের কাছে লাশটি হস্তান্তর করে বাংলাদেশের আদিতমারী থানা পুলিশের কর্মকর্তারা।

লাশ হস্তান্তরের সময় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী, বুড়িমারী বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাফিজুর রহমান ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশের কর্মকর্তা আশিষ পি সুব্বা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

নিহত রামচন্দ্র পৌডিয়াল ভারতের সিকিম অঙ্গরাজ্যের সাবেক মন্ত্রী। তার অর্ধগলিত লাশটি গত ১৫ জুলাই লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় তিস্তা নদীর চর থেকে উদ্ধার করা হয়। স্বজনরা জানান, গত ৭ জুলাই রামচন্দ্র নিখোঁজ হন।

রামচন্দ্র পৌডিয়াল সিকিম বিধান সভার ডেপুটি স্পিকার ছিলেন। এছাড়া বন ভূমি এবং ভূমি সংস্কার বিভাগের ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন। তিনি সিকিমের গণতন্ত্র আন্দোলনে সক্রীয়ভাবে অংশ নেন।

আদিতমারী থানার ওসি মাহামুদ-উন-নবী বলেন, ‘সিকিমে ভারী বর্ষণ তিস্তার প্রচণ্ড ঢলের পানির সঙ্গে ৮০ বছর বয়সী সাবেক এই ভারতীয় মন্ত্রীর লাশ ভেসে আসে। পরে পানি কমে গেলে সেটি চরের বালুতে আটকে যায়। সেখান থেকে গত ১৫ জুলাই লাশটি উদ্ধারের পর হাতে থাকা ঘড়ির ছবি দেখে তার স্বজনরা পরিচয় শনাক্ত করেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা