টাকা নিয়ে চাকরি না দিয়ে তিনজনকে হত্যা! আদালতে স্বীকারোক্তি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ০৯:০১
অ- অ+

সেনাবাহিনীতে চাকরি দেবেন আশ্বাস দিয়ে বড় অঙ্কের টাকা নিয়েছিলেন তিনজনের কাছ থেকে। তাদের কাউকে চাকরি তো দেননি উল্টো বিভিন্ন সময়ে ওই তিনজনকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ গুম করে ফেলা হয়। যাতে তারা ভুক্তভোগীরা পাওনা আদায় না করতে পারে।

এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। এই তিন হত্যায় অভিযুক্ত চাকরিচ্যুত এক সেনা সদস্য, নাম মোহাম্মদ কনক (২৮)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের তালেব আলীর ছেলে।

বুধবার (১৭ জুলাই) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন ফরাজীর আদালতে তিনটি খুনের কথা কবুল করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত কনক। এদিন সন্ধ্যায় টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, টাঙ্গাইলের ঘাটাইল, গোপালপুর এবং জামালপুরের তিন যুবকের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারক কনক ২৪ লাখ টাকা হাতিয়ে নেন। পরে তিনি ওই তিনজনকে সেনাবাহিনীর সীল স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দেন।

পরবর্তীতে তিনজনকে চাকরিতে পাঠাতে না পেরে গত ৩১ জানুয়ারি কনক ও তার সহযোগী মিলে এক ভুক্তভোগী সজিবকে সুপরিকল্পিভাবে হত্যা করে। একই কায়দায় গত ২ মার্চ আরেক ভুক্তভোগী আতিক হাসানকে মধুপুরের পাহাড়ী এলাকায় আনারস বাগানে কৌশলে ডেকে নিয়ে গলাটিপে হত্যা করে।

সর্বশেষ গত ৩ মার্চ রাতে উজ্জল নামে আরেক ভুক্তভোগীকে টাঙ্গাইল শহরের আট পুকুরপাড় এলাকায় নিয়ে গলাটিপে হত্যা করা হয়। তিনজনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলেন চাকরিচ্যুত সেনা সদস্য কনক ও তার সহযোগী। পরে তারা পালিয়ে যান।

এদিকে, হত্যার শিকার তিন যুবকের পরিবারের লোকেরা তাদের কোনো সন্ধ্যান না পেয়ে সেনা বাহিনীকে বিষয়টি জানান। পরে সজিবের বাবা বাদী হয়ে কনকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে পিটিশনটি ঘাটাইল থানায় মামলা করা হয়।

একই সঙ্গে আতিক হাসানের বাবাও বাদী হয়ে কনকসহ চারজনের নামে গোপালপুর থানায় লিখিত অভিযোগ করেন। ঘাটাইল থানা পুলিশ মামলাটি তদন্তকালে জানতে পারে, কনক জামালপুর সদর থানায় একটি মামলায় গ্রেপ্তার হয়ে জামালপুর কারাগারে রয়েছেন।

পরে ঘাটাইল থানা পুলিশ আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) কনককে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কনক পুলিশের কাছে ওই তিন যুবককে হত্যার কথা স্বীকার করেন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা