আবু সাঈদের পরিবারের পাশে চরমোনাই পীর

পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাসিবুল ইসলাম। এসময় তিনি আবু সাঈদের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কামনায় পীর সাহেব চরমোনাইয়ের দাবির বিষয় তাদেরকে জানান।
একই সঙ্গে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দেশব্যাপী চলমান অস্থিরতা ও অন্যায়ভাবে হত্যাকাণ্ড বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কমনা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন এবং আগামীতে যেকোনো পরিস্থিতিতে আবু সাঈদের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের কথা জানান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, প্রচার ও দাওয়াহ সম্পাদক জাবের চৌধুরী জুয়েল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার দফতর সম্পাদক মো. পলাশ মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় (সাংগঠনিক) উপ-সম্পাদক মো. আব্দুল ফাত্তাহ ও রংপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আলিম আল আসিফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।
(ঢাকাটাইমস/১৮জুলাই/জেবি/এফএ)

মন্তব্য করুন