জামায়াত-শিবির নিষিদ্ধের এখতিয়ার ১৪ দলের নেই: রাশেদ প্রধান

১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, ১৪ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট। কোনো দল অথবা জোটের এখতিয়ার নেই অপর দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করার। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আওয়ামী লীগ নিজে অগণতান্ত্রিক উপায়ে ভোটবিহীন সরকার গঠন করে এখন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে চায়। তারা জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইতিহাস ভুলে গেছে, তারা অতীতকে অস্বীকার করতে চায়। জামায়াত বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিল। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে এবং সংসদে তাদের প্রতিনিধি ছিল।
রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগের ক্ষমতা এখন নড়বড়ে। ছাত্র-জনতাকে গণহত্যা, গণগ্রেপ্তার, অত্যাচার, নির্যাতন করে তাদের মন ভরেনি। জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে তারা এখন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থার বাকশাল কায়েম করতে চায়। কথাবার্তা পরিষ্কার, বাকশাল কায়েমের খোয়াব দেখবেন না। বাংলার জনগণ জামায়াত-শিবিরসহ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিষিদ্ধের সিদ্ধান্ত বরদাস্ত করবে না। বাংলার জমিনে আমরা বাকশাল কায়েম করতে দিবো না ইনশাআল্লাহ।
ঢাকাটাইমস/৩০জুলাই/জেবি

মন্তব্য করুন