পাবনা শহরে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই বিভিন্ন স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হয়। পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ট্র্যাফিক মোড় গোল চত্বরের সামনে এসে অবস্থান করেন।
এ সময় ছাত্র-জনতা দফা এক দাবি এক, স্বৈরাচারির পদত্যাগ’, ‘আমার ভাই জেলে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র্যাব, ডিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘসময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা তাদের ন্যায় সংগত আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পাবনা শহরে বেশ কিছু সময় অবস্থান করে একটার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তারা।
ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস