আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের আন্দোলনের খবর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:৩২ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১২:১৮

বাংলাদেশে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ‘গণবিক্ষোভ’ কর্মসূচি ও সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের সংবাদ প্রচার করেছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যম।

‘ছাত্ররা বাংলাদেশে নতুন করে বিক্ষোভ করছে, দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত মাসে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে দুই শতাধিক মানুষ নিহত হয়। তাদের হত্যার বিচারের দাবিতে শনিবার ফের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগ না করা পর্যন্ত দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র নেতারা।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীরা’।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরের শাসনামলের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মুখোমুখি শেখ হাসিনা। জুলাই মাসে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন- অস্থিরতায় যেখানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

‘ব্যাপক ধরপাকড়ের পর বাংলাদেশে ফের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় আন্দোলনকারীরা।’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিতে কোটার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে শনিবার। কয়েক সপ্তাহ ধরে চলা মারাত্মক দমনপীড়ন বাংলাদেশিদের আরও ক্ষুব্ধ করে তুলেছে এবং আন্দোলনের পরিধি প্রসারিত করেছে।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) খবরের শিরোনাম ‘সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশে আবারও বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়েছে’।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে বিক্ষোভ- সহিংসতায় ২০০ জনের হত্যার ঘটনায় বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ শনিবার বাংলাদেশের রাজধানীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। তবে দেশের অন্য কোথাও সহিংসতার খবর পাওয়া গেছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বলছে, ‘পাল্টা পাল্টি কর্মসূচিতে উত্তাল বাংলাদেশ’।

প্রতিবেদনে বলা হয়, সরকার বিরোধী বিক্ষোভকারী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার সারা দেশে পাল্টা পাল্টি অবস্থান নিয়েছে। এতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, সৌদি আরবের আরব নিউজ, বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদমাধ্যমও বাংলাদেশের চলমান আন্দোলন- সহিংসতার ঘটনায় সংবাদ প্রকাশ করেছে।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ভারত আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে: প্রণয় ভার্মা

ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই: অর্থ উপদেষ্টা

বিসিএসের শূন্যপদে যোগ্য প্রার্থীদের নি‌য়োগ দা‌বি নন-ক্যাডারদের

গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে স্মরণসভা ১৪ সেপ্টেম্বর: নাহিদ ইসলাম

পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ মুজিবের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা এসেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে: চিফ প্রসিকিউটর

শিল্পকলা একাডেমির নতুন ডিজি সৈয়দ জামিল আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :