সেনাবাহিনীকে জনগণের পক্ষে থাকার আহ্বান সমন্বয়ক আসিফের

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৭:২০| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৭:৪৫
অ- অ+

জনগণের পক্ষে থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। অসহযোগ আন্দোলন চলার মধ্যে রবিবার বিকাল ৫টার দিকে এক বিবৃতিতে আসিফ এ আহ্বান জানান।

সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আসিফ বলেন, ‘আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের জনগণের পক্ষাবলম্বন করুন।’

আসিফ মাহমুদ বলেন, ‘আজ রাজপথে পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন সেনাবাহিনী জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক আরও বলেন, ‘কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।’

এর আগে ‘এক দফা’ দাবিতে আগামী দুদিনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে সোমবার সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছে সেখানে ‘শহীদ স্মৃতিফলক উন্মোচন’ এবং মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া সোমবার সকাল ১১টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম। এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/কেএম/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
যেসব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অকালে চুল পাকা ঠেকায়
ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল 
ভেষজ ঔষধি লাল বিট দেহে রক্ত বাড়ায়, ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা