ছাত্রজনতার দখলে শাহবাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার ঢল নেমেছে। বিভিন্ন জায়গা থেকে সেখানে জড়ো হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিজয় উল্লাস করছেন।
সোমবার দুপুর ১টার পর থেকে রাজপথে এই জনশ্রুত নামে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শাহবাগে আসতে শুরু করেন।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দুপুর পৌনে ২টার দিকে আন্দোলনকারী ছাত্র-জনতা কাজিপাড়া, শ্যাওড়াপাড়া পার হয়ে আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে অবস্থান করছিল। সেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে আসছে মিছিল।
এছাড়া রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে আসছেন হাজার হাজার মানুষ। যেখানে শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমআর)