কুয়াকাটায় আ. লীগ নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এই খবরে পটুয়াখালীর কুয়াকাটার পৌর শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে পর্যটন নগরী কুয়াকাটার নানা শ্রেণি-পেশার মানুষ। মিছিল শেষে কুয়াকাটা পৌর বিএনপি মিষ্টি বিতরণ করে।
স্থানীয়রা জানান, কুয়াকাটা পৌর শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও অভিযোগ পাওয়া গেছে কুয়াকাটা আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করা ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বাসায় হামলার ঘটনা ঘটে। অপরদিকে মিছিল থেকে সড়কে সাটানো আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়।
(ঢাকা টাইমস/০৫আগস্ট/এসএ)