তরুণেরা রাজপথেও থাকবে বললেন নাহিদ, প্রথম অগ্রাধিকার হত্যার বিচার জানালেন আসিফ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে গণ–অভ্যুত্থানে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। অন্যদিকে শহীদদের (ছাত্র আন্দোলনে নিহত) যারা হত্যা করেছেন, তাদের বিচার নিশ্চিতে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেছেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ক। ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টার মধ্যে তারা দুজনও রয়েছেন।
শপথের পর বঙ্গভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এই গণ-অভ্যুত্থান সংঘটিত করেছিলাম, যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাইবোন হতাহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য সচেষ্ট থাকব।’
অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘তরুণেরা সরকারে যেমন থাকবে, রাজপথেও থাকবে।’
আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে শহীদদের যারা হত্যা করেছেন, তাদের বিচার নিশ্চিত করা। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা নেই বললেই চলে। তাই এ দেশের নাগরিকেরা যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন, সে জন্য আইন প্রয়োগের দায়িত্ব নেব এবং ব্যবস্থাও নেব।’
(ঢাকাটাইমস/০৯আগস্ট/এসআইএস)