তরুণেরা রাজপথেও থাকবে বললেন নাহিদ, প্রথম অগ্রাধিকার হত্যার বিচার জানালেন আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ০৫:৩২
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে নাহিদ-আসিফ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে গণ–অভ্যুত্থানে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। অন্যদিকে শহীদদের (ছাত্র আন্দোলনে নিহত) যারা হত্যা করেছেন, তাদের বিচার নিশ্চিতে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেছেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ক। ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টার মধ্যে তারা দুজনও রয়েছেন।

শপথের পর বঙ্গভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এই গণ-অভ্যুত্থান সংঘটিত করেছিলাম, যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাইবোন হতাহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য সচেষ্ট থাকব।’

অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘তরুণেরা সরকারে যেমন থাকবে, রাজপথেও থাকবে।’

আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে শহীদদের যারা হত্যা করেছেন, তাদের বিচার নিশ্চিত করা। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা নেই বললেই চলে। তাই এ দেশের নাগরিকেরা যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন, সে জন্য আইন প্রয়োগের দায়িত্ব নেব এবং ব্যবস্থাও নেব।’

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

কারাগারে ডিভিশন পেয়েছেন সাবেক ৯ এমপি-মন্ত্রী: কারা মহাপরিদর্শক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করছি: ক্রীড়া ও শ্রম উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :