শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত সবুজের পরিবারের পাশে সাবেক এমপি

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ০৯:০৭
অ- অ+

শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত সবুজের পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

শুক্রবার বিকালে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপার পাড়া গ্রামে নিহত সবুজ হাসানের বাড়িতে যান সাবে এই এমপি। দলের নেতাকর্মীদের নিয়ে সবুজের কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তার বাবা আজহার আলীর হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।

এ সময় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, ‘সবুজের জীবনের মূল্য আমরা দিতে পারব না। সে নিজেই একটা ইতিহাস। একটা খুনি স্বৈরশাসককে হটিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে এই ইতিহাস রচনা করেছেন।’

এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান গত ৪ আগস্ট শেরপুরে কোটা সংস্কার ও বিভিন্ন স্থানে নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা