শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত সবুজের পরিবারের পাশে সাবেক এমপি

শেরপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত সবুজের পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
শুক্রবার বিকালে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপার পাড়া গ্রামে নিহত সবুজ হাসানের বাড়িতে যান সাবে এই এমপি। দলের নেতাকর্মীদের নিয়ে সবুজের কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তার বাবা আজহার আলীর হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, ‘সবুজের জীবনের মূল্য আমরা দিতে পারব না। সে নিজেই একটা ইতিহাস। একটা খুনি স্বৈরশাসককে হটিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে এই ইতিহাস রচনা করেছেন।’
এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান গত ৪ আগস্ট শেরপুরে কোটা সংস্কার ও বিভিন্ন স্থানে নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এজে)

মন্তব্য করুন