‘মিস দক্ষিণ আফ্রিকা’র মুকুট জিতলেন বধির নারী
প্রথমবারের মতো ‘মিস দক্ষিণ আফ্রিকা’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন বধির নারী মিয়া লে রউক্স। তবে অন্য কোনো দিক থেকে তার রূপ এবং গুণের কমতি নেই।
দক্ষিণ আফ্রিকার সেরা সুন্দরীর মুকুট জয়ের পর মিয়া লে রউক্স বলেন, তার এই জয় তাদেরকে অনুপ্রেরণা জোগাবে, যারা নিজেদের এই সমাজের বাইরের বলে মনে করে।
২৮ বছর বয়সী মিয়া লে রউক্স মাত্র এক বছর বয়সে শ্রবণশক্তি হারিয়েছিলেন। ফলে শব্দ উপলব্ধি করতে পারার জন্য তার দেহে কক্লিয়ার ইমপ্লান্ট করা হয়েছিল।
প্রথম শব্দটি উচ্চারণ করতে সক্ষম হওয়ার আগে অন্তত দুই বছর মিয়াকে স্পিচ থেরাপিও নিতে হয়েছিল বলে জানিয়েছেন।
‘মিস দক্ষিণ আফ্রিকা’ শিরোপা জেতার পর মডেল এবং মার্কেটিং ম্যানেজার মিয়া আরও বলেন, ‘আমি গর্বিত একজন দক্ষিণ আফ্রিকান বধির নারী এবং আমি জানি বাদ পড়লে কেমন লাগে৷’
আরও বলেন, ‘আমি এখন জানি যে আমাকে বাধার দেয়াল ভাঙার জন্য এই পৃথিবীতে রাখা হয়েছিল এবং আমি আজ রাতে সেটা করতে পেরেছি।’
(ঢাকাটাইমস/১২আগস্ট/এজে)