বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে হরিরামপুরে মোমবাতি প্রজ্বলন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৩:০২| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৩:২৮
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রদীপ প্রজ্বলন করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

রবিবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা পরিষদের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাসহ বিদ্যালয়ের শিক্ষকরাও স্মরণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা তাদের কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলনে তাদের ওপর যে হামলা, খুন ও হয়রানির শিকার হয়েছিল সে বিষয়ে তীব্র ক্ষোভ ও নিহত আবু সাঈদ, মুগ্ধসহ সকলের আত্মার শান্তি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নিলয় মোহাম্মদ আলিফ, মো. রিফাত, রোমান, আকাশ, অন্তু, প্রীতম, দ্বীপ্ত, রেজাউল, রিফাত, সাঈম, নজরুল, আরিফ, নাহিদ, শান্ত, সালমান, মেহেদি, আকাশ, সিয়াম, নাফিজ, আরাফাত, আল-শাহারিয়া, গাজী রুহুলসহ অনেকে।

(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা