বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে হরিরামপুরে মোমবাতি প্রজ্বলন

মানিকগঞ্জের হরিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রদীপ প্রজ্বলন করে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রবিবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা পরিষদের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাসহ বিদ্যালয়ের শিক্ষকরাও স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা তাদের কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলনে তাদের ওপর যে হামলা, খুন ও হয়রানির শিকার হয়েছিল সে বিষয়ে তীব্র ক্ষোভ ও নিহত আবু সাঈদ, মুগ্ধসহ সকলের আত্মার শান্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নিলয় মোহাম্মদ আলিফ, মো. রিফাত, রোমান, আকাশ, অন্তু, প্রীতম, দ্বীপ্ত, রেজাউল, রিফাত, সাঈম, নজরুল, আরিফ, নাহিদ, শান্ত, সালমান, মেহেদি, আকাশ, সিয়াম, নাফিজ, আরাফাত, আল-শাহারিয়া, গাজী রুহুলসহ অনেকে।
(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

মন্তব্য করুন