ভূঞাপুরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সংখ্যালঘুদের মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৬:৩৪| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৬:৫১
অ- অ+

হিন্দুদের ওপর বর্বরোচিত নির্যাতন, হামলা, মাঠ-মন্দির, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা হিন্দু পরিবার, সনাতন সংঘ, গীতাস্কুল ও ভূঞাপুর হিন্দু যুব সংঘের আয়োজনে বেলা সাড়ে ১১টায় ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ৬ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি তুলে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য আলাদা উপাসনালয় নির্মাণ ও হোস্টেলগুলোতে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। শারদীয় দুর্গাপূজায় পাঁচদিনের ছুটি দিতে হবে। এছাড়া যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষতিগ্রস্ত করেছে তাদের যথাযথ ক্ষতিপূরণ এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর হিন্দু সংঘের সাবেক সভাপতি রুহিদাস পাল, সাধারণ সম্পাদক সুমন কুমার দেব, গীতাস্কুলের সভাপতি অভিজিৎ ঘোষ, সনাতন সংঘের সভাপতি সঞ্জয় পাল, সহ-সভাপতি সুদীপ্ত দেবনাথ, সম্পাদক মিঠু সূত্রধর প্রমুখ।

(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা