স্বল্প পরিসরে কাজে ফিরেছে মির্জাপুর থানা পুলিশ

​​​​​​​মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৯:৪৮

স্বল্প পরিসরে কাজে ফিরেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। জিডি মামলাসহ সব ধরনের কাজ শুরু করলেও বাইরের পেট্রোল ডিউটি সেনা সদস্যদের সঙ্গে মিলে পালন করছে তারা।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মুনসুর মুসা তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার সরকার পতন পর্যন্ত দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় শিক্ষার্থী সাধারণ জনতা নিহতের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও হতাহত হন। ফলে আতঙ্ক বিরাজ করছে পুলিশ বাহিনীতে। একপর্যায়ে তারা ১১ দফা দাবি জানিয়ে কর্মবিরতিতে চলে যান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :