নিজাম হাজারীর পিএস মানিক আখাউড়া সীমান্তে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ০১:০৪
অ- অ+

ভারতে পালানোর চেষ্টাকালে ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারি (পিএস) ফরিদ ওরফে মানিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে পালানোর চেষ্টা করেন মানিক। ফরিদ তার এলাকায় মানিক নামে পরিচিত। পিএস মানিক হিসেবেই তাকে মানুষ বেশি চিনতেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সেপক্টর মো. খায়রুল ইসলাম পিএস মানিককে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা ফরিদ ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরর ইমিগ্রেশনে আসেন। এরপর ইমিগ্রেশন পুলিশ সদস্যরা দেশত্যাগে তার নিষেধাজ্ঞার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। পরে তাকে ইমিগ্রেশন কার্যালয়ে আটক করা হয়।

মো. খায়রুল ইসলাম বলে, ‘ফরিদের আটকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা