বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৫:৫৭ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৪:৩৮

পলিসি রিসার্চ ইনস্টিটিউট—পিআরআইয়ের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। ব্যাংকিং বিভাগ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা সর্বোচ্চ ৬৭ বছর। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। তাই এই বয়সসীমা তুলে দেওয়ার বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়টি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা কাউন্সিলেরর সভায় ওঠানো হবে। সভায় বয়স তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করার পর ১৯৭৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে কিছুকাল শিক্ষকতাও করেন। পরে ১৯৭৭ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে কর্মজীবনে থাকা অবস্থায় ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

দুই দফায় লম্বা সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফে কাজের অভিজ্ঞতা থাকা আহসান এইচ মনসুর ১৯৮৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা ছিলেন।

আহসান এইচ মনসুর ২০১৯ তারিখে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি পলিসি ইনসাইটসের সম্পাদকীয় উপদেষ্টা বোর্ডের সদস্য। এছাড়া তিনি ওয়ালটনের একজন স্বাধীন পরিচালক।

নানা সময়ে এই অর্থনীতিবিদ বাংলাদেশ সরকারের জিডিপি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ব্যবহারের সুপারিশ করেন। বিগত সরকারের সময়ে ঋণ খেলাপি কমাতে আর্থিক খাতে সংস্কারের আহ্বানও জানিয়েছিলেন।

এছাড়াও নিজেদের মালিকানাধীন ব্যাংক থেকে ঋণ ব্যবহার করে এস আলম গ্রুপের ব্যাংক কেনার বিষয়ে সমালোচনামূলক কথা বলেছেন। ২০২৩ সালে বাংলাদেশে অর্থনৈতিক ধাক্কা সরকারের নিষ্ক্রিয়তার ফলাফল হিসেবে চিহ্নিত করেছিলেন আর্থিক খাতের এই বিশ্লেষক।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল, চালু হবে কাজীপাড়া স্টেশন

সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

কারাগারে ডিভিশন পেয়েছেন সাবেক ৯ এমপি-মন্ত্রী: কারা মহাপরিদর্শক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :